এলজিইডিতে স্বচ্ছ উন্নয়নের নতুন দিগন্ত: প্রধান প্রকৌশলী জাবেদ করিমের নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় নতুন গতি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৫ ০৭:২৮ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
এলজিইডিতে স্বচ্ছ উন্নয়নের নতুন দিগন্ত: প্রধান প্রকৌশলী জাবেদ করিমের নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় নতুন গতি

রওশন জাহান মিতু:-


 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী জাবেদ করিম। সম্প্রতি সরকার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও বাস্তবায়ন) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
 

দীর্ঘ প্রশাসনিক ও কারিগরি অভিজ্ঞতা নিয়ে দায়িত্বে আসার পর থেকেই এলজিইডিতে শুরু হয়েছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতার নতুন অধ্যায়। বিগত বছরগুলোতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, সড়ক ও সেতু অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। এবার প্রধান প্রকৌশলীর দায়িত্ব নিয়ে তিনি উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
 

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরিবেশে ইতিমধ্যেই পরিবর্তনের সঞ্চার ঘটেছে। প্রশাসনিক শুদ্ধি অভিযান, কর্মদক্ষতা মূল্যায়ন ও সংস্কারমূলক কার্যক্রমে নতুন গতি এসেছে। এলজিইডির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, “প্রধান প্রকৌশলী জাবেদ করিম দায়িত্ব নেওয়ার পর থেকেই অফিসের পরিবেশে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রকল্পে স্বচ্ছতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে দৃশ্যমান উন্নতি হয়েছে।”
 

এলজিইডি সূত্রে জানা গেছে, জাবেদ করিম প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। টেন্ডার প্রক্রিয়ায় আধুনিক মনিটরিং ব্যবস্থা, ই-টেন্ডারিং ব্যবস্থার কঠোর প্রয়োগ, এবং ফিল্ড পর্যায়ের তদারকি বৃদ্ধি—এসব উদ্যোগের মাধ্যমে তিনি অনিয়ম রোধ ও কর্মদক্ষতা বাড়াতে কাজ করছেন।
 

তিনি বিশ্বাস করেন, সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যয়িত প্রতিটি টাকা জনগণের সম্পদ, তাই এর অপচয় বা অনিয়মের কোনো সুযোগ নেই। সেই লক্ষ্যেই তিনি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে কাজ শুরু করেছেন।
 

প্রকৌশলী মহলে জাবেদ করিম একজন নীতিবান, পরিশ্রমী, দূরদর্শী ও প্রজ্ঞাবান প্রশাসক হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে এলজিইডি শুধু শৃঙ্খলা ফিরে পাবে না, বরং একটি আধুনিক, জনমুখী ও ফলপ্রসূ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
 

জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক পরিকল্পনা ও দক্ষ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে—এই বিশ্বাস নিয়ে প্রধান প্রকৌশলী জাবেদ করিম এখন এলজিইডির নেতৃত্বে উন্নয়নের স্বচ্ছ ও টেকসই দৃষ্টান্ত স্থাপনের পথে এগিয়ে যাচ্ছেন।
 

এলজিইডি জুড়ে তাই এখন এক নতুন আশাবাদের সুর—
“স্বচ্ছতা, শৃঙ্খলা ও গতির মিলনে শুরু হয়েছে উন্নয়নের নতুন অধ্যায়।”