নারায়ণগঞ্জের বন্দরে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০২:০৯ অপরাহ্ণ   |   ২০৮ বার পঠিত
নারায়ণগঞ্জের বন্দরে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


নারায়ণগঞ্জের বন্দরে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম। নিহত যুবকের নাম রুবেল, তিনি সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত রফিজ উদ্দিন মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নবীগঞ্জের মদনপুর-মদনগঞ্জ সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
 

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের। মরদেহের কিছু অংশ গুইসাপ বা অন্য কোনো প্রাণীর খেয়ে ফেলার কারণে আঘাতের চিহ্ন সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।