পল্লবীতে দুই সন্তানকে হত্যা, আত্মহত্যার চেষ্টায় বাবা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ণ   |   ৫৩৩ বার পঠিত
পল্লবীতে দুই সন্তানকে হত্যা, আত্মহত্যার চেষ্টায় বাবা

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল।
 

নিহত শিশুদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের একজনের বয়স ৭ বছর এবং আরেকজনের ৩ বছর। অভিযুক্ত বাবার নাম মো. আহাদ (৪০)। পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
 

এসআই মাজেদুল জানান, "আজ সকালে আমাদের কাছে খবর আসে যে পল্লবীর বাইগারটেক এলাকায় একটি বাসায় দুই শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে এবং তাদের বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।"
 

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ এবং ঘটনার পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে।