ডেস্ক নিউজ:-
নগরীর পতেঙ্গায় কাঠগড় মোড়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর কাঠগড় এজেন্সি অফিসের উদ্ধোধনে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার-১ মনিটরিং কর্মকর্তা( পতেঙ্গা , দামপাড়া ও বহাদ্দার হাট জোনাল ম্যানেজার কে এম শরীফুল ইসলাম বলেন,বীমা গ্রাহক সেবায় নিরালস কাজ করে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের কর্মীরা, তাদের মাধ্যমে নিশ্চিত গ্রাহক সেবা গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ী মনভাব সৃষ্টি করে দেশের আর্থিক ও আর্থ-সামাজিক উন্নয়নে বিরল অবদান রাখতে সক্ষম হয়েছে বীমা শিল্প।
যার সহজ সুফল পৌঁছে দিতে প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এজেন্সি অফিস আরও বাড়ানো ঘোষণা দেন।
কাঠগড় এজেন্সি অফিসের ব্রাঞ্চ ম্যানেজার ও অনুষ্ঠান এর সভাপতি প্রিয়াঙ্কা রাণী শীলের সভাপতিত্বে ও বীমা কর্মকর্তা মোঃ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেনারেল ম্যানেজার- মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এজিএম , পতেঙ্গা জোনাল অফিসের ইনচার্জ বাবুল চন্দ্র দাশ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্ণফুলী এজেন্সি অফিসের ইনচার্জ মিসেস রোজিনা আক্তার,সিইপিজেড সাংগঠনিক অফিসের ইনচার্জ সুলতানা বেগম, বন্দর সল্টগোলা ক্রসিং অফিসের ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন।
এছাড়া সাংগঠনিক ইউনিট প্রধান গণ উপস্থিত ছিলেন। ফিতা কেটে, মিষ্টি বিতরণ করে এবং উদ্ধোধন অনুষ্ঠানে ১লাখ ২৫ হাজার টাকার প্রথম কিস্তির প্রিমিয়াম জমা দেয়ার মাধ্যমে নতুন এই অফিসের কর্মসূচি শুভ সূচনা হয়।