আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ ও গাঁজার আসর বসানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার পূজা প্রস্তুতি সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। পর্যাপ্ত আনসার মোতায়েন করা হবে। পূজার মেলায় এবার মদ ও গাঁজার কোনো আসর বসানো হবে না।”
উপদেষ্টা আরও বলেন, “এটা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যারা আমাদের সঙ্গে রয়েছেন, তারা নিশ্চিত করেছেন এটি শান্তিপূর্ণ হবে। দিনে তিনজন, রাতে চারজন করে পূজামণ্ডপ পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো সমস্যা না ঘটে।”
তিনি জানান, “নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে কোনো ঘটনা ঘটলে তা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যাবে এবং ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হবে।”
বর্ডার এলাকায় পূজামণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে, তবে সারাদেশে আনসার নিয়োগ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “দেশজুড়ে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। ঢাকায় প্রতিমা বিসর্জনের জন্য লাইন ব্যবস্থা থাকবে এবং ধারাবাহিকতা বজায় থাকবে।”
তিনি আশ্বাস দেন, “গতবারের মতো এবারও পূজা উদযাপন শান্তিপূর্ণ হবে এবং পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি।”