মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিনসহ যোগ করা যেতে পারে) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা এ বহিষ্কারের আদেশ দেন।
বহিষ্কৃতরা হলেন—ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব মো. বিল্লাল হোসেন, ঠাকুর বাকাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমীন ও গোলাম রেজুয়ান।
ইউএনও জানান, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা দায়িত্বপ্রাপ্তদের গুরুতর অবহেলার প্রমাণ। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আগামী পাঁচ বছর কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাইটকান্দি কেন্দ্রের হল সুপার সিকদার জানান, ভোকেশনাল শাখার কয়েকজন ছাত্র জানালা দিয়ে বাইরে থেকে মোবাইল ফোন গ্রহণ করে পরীক্ষার হলে প্রবেশ করায় বিষয়টি নজরে আসে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে তা উদঘাটিত হয়।