তানভীর ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

প্রকাশকালঃ ০৫ জুন ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ ৬০১ বার পঠিত
তানভীর ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

ঢাকা প্রেসঃ

ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আসামি তানভীর ভূঁইয়া আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (৩০ মে) রিমান্ডে থাকাকালীন তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।

 

 

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে তানভীরের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে আবারও কারাগারে পাঠানো হয়।
 

এর আগে গত ৩ জুন হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী হিসেবে পরিচিত সেলিস্তি রহমান আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।
 

গত ১২ মে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এই মামলায় শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলিস্তি রহমানকে আট দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। পরে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।