ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ির বেজমেন্টে পানি ছাড়া আর কিছুই পায়নি ফায়ার সার্ভিস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫১ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ির বেজমেন্টে পানি ছাড়া আর কিছুই পায়নি ফায়ার সার্ভিস

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কোনো ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা কিংবা অন্য কোনো রহস্যজনক কিছু পায়নি ফায়ার সার্ভিস। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোনের স্টেশন অফিসার মিজানুর রহমান।
 

গত পাঁচ ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ওই বাড়ির বেজমেন্টে ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস পানি সরানোর উদ্যোগ নেয়।
 

রোববার সকাল ১০টায় ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের একটি দল বেজমেন্টে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য সেখানে পৌঁছায়। তারা পাম্পের মাধ্যমে পানি সরানো শুরু করে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর ১:৩০টার দিকে পুরো পানি নিষ্কাশনের কাজ শেষ হয়।
 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, "পানি অপসারণ করার পর আমরা সেখানে কোনো ‘আয়নাঘর’ বা সন্দেহজনক কিছু খুঁজে পাইনি। আমরা পাম্পের মাধ্যমে পানি পাশের লেকে ফেলে পুরোপুরি সেচ করেছি। এরপর আমরা সেখান থেকে চলে এসেছি।"