আ’লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০০ অপরাহ্ণ   |   ৮৯ বার পঠিত
আ’লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:-


রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি শামীম মিয়াকে নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শামীম মিয়া আগে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন এবং তার নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা দাবি করেছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে শামীম মিয়াকে সভাপতি পদ দেওয়া হয়েছে এবং বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। তারা বলছেন, এই পদায়নে মির্জাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্যরা জড়িত।
 

তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন কমিটির সদস্য সচিব ওয়াহেদুল। তিনি বলেন, শামীম মিয়া দলের দুর্দিনের সঙ্গী ছিলেন এবং কমিটিতে জায়গা না পেয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
 

শামীম মিয়া নিজেও তাঁর আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি স্বীকার করলেও, পদে থাকার কথা এড়িয়ে যান। তিনি বলেন, “তখন আমি চাপের মধ্যে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তাদের সঙ্গে ঘোরাফেরা করেছি। আমি বিএনপির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।”
 

এদিকে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল সাদী দাবি করেছেন, শামীম মিয়া দলের লোকজনকে দুর্দিনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এবং তারই কারণে হয়তো তাকে মূল্যায়ন করা হয়েছে।
 

তবে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী অভিযোগ করেন, আগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে বিএনপির বিভিন্ন কমিটিতে পুনর্বাসন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, উপজেলা ও জেলা নেতাদের বিষয়টি জানানো হয়েছে এবং স্বজনপ্রীতি ও অনৈতিক সুবিধা নিয়ে যারা আওয়ামী লীগকে মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
 

অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রাব্বানী বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, যদি কেউ প্রমাণিতভাবে টাকার বিনিময়ে এসব ঘটিয়ে থাকেন, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।