ঢাকা প্রেস নিউজ
ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। তিনি অভিযোগ করেন, শিক্ষা প্রশাসনে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের বসিয়ে রেখে দুর্নীতির মাধ্যমে বদলি ও পদায়ন বাণিজ্য করা হচ্ছে, যার ফলে শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
সেলিম ভুঁইয়া বলেন, "আওয়ামী লীগের ১৬ বছরের শাসনে এমপিওভুক্ত শিক্ষকরা ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আমরা আশা করেছিলাম, সরকার শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং শিক্ষা সংস্কারে পদক্ষেপ নেবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, শিক্ষকদের অবহেলা করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করতে হবে। প্রতিমাসের ১ তারিখের মধ্যে শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। সরকারি চাকরিজীবীদের মতো এমপিও শিক্ষকদেরও চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া প্রদান করতে হবে। পাশাপাশি, অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের দিনেই পরিশোধ করতে হবে।"
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, যুগ্ম মহাসচিব এএইচএম সায়েদুজ্জামানসহ কেন্দ্রীয় নেতারা।