মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-
চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২২ জুলাই বিকেলে উপজেলার মাইজভাণ্ডারের হক মঞ্জিলের সুইপার কলোনির একটি টয়লেট থেকে আরমান (২৬) নামের এক যুবকের ম র *দে*হ উদ্ধার করেছে পুলিশ।
ফটিকছড়ি তদন্ত অফিসার রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের ভেতর থেকে বসানো অবস্থায় মরদেহটি উ*দ্ধা র করে থানায় নিয়ে আসে। মরদেহের গলায় ছিল কালো আঘাতের চিহ্ন, যা দেখে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আশঙ্কা করা হচ্ছে।
নিহত আরমান কুমিল্লার লাকসাম উপজেলার কামালের পুত্র বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনে কোনো পরিকল্পিত চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।