বাংলাদেশে ট্রেন চলাচল পুনরায় শুরু

প্রকাশকালঃ ১১ আগu ২০২৪ ০৭:০৩ অপরাহ্ণ ৩৪৪ বার পঠিত
বাংলাদেশে ট্রেন চলাচল পুনরায় শুরু

ঢাকা প্রেস নিউজ
১২ আগস্ট থেকে মালবাহী, ১৩ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে


 

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল ১২ আগস্ট থেকে বাংলাদেশে মালবাহী ট্রেন এবং ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে ১৫ আগস্ট থেকে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী রোববার (১১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ১৫ আগস্ট থেকে আন্তনগরসহ সকল ধরনের ট্রেন পুরোদমে চলবে।

কোন ট্রেন চলবে না?

পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

আন্তনগর ট্রেনের টিকিট কখন থেকে কেনা যাবে?

আন্তনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকাল ৫টা থেকে কেনা যাবে।

কেন ট্রেন বন্ধ ছিল?

গত ১৯ জুলাই থেকে সারাদেশে সহিংসতা ও নাশকতার কারণে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর আগে ২৫ জুলাই থেকে তেলবাহী ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী ট্রেন বিশেষ ব্যবস্থায় চলছিল। কিন্তু পরবর্তীতে আবারও সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এই তথ্যটি কারা নিশ্চিত করেছেন?

বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ মো. নাহিদ হাসান খান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।