দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪, আটকে পড়েছেন আরও অনেকে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ   |   ১০৬ বার পঠিত
দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪, আটকে পড়েছেন আরও অনেকে

অনলাইন ডেস্ক:-

 

ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদ এলাকায় চারতলা একটি ভবন ধসে প্রাণ হারিয়েছেন চারজন। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার ভোররাতে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন অন্তত ৮ থেকে ১০ জন। খবর এনডিটিভির।
 

স্থানীয় সময় রাত ৩টার দিকে ভবন ধসের খবর পায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। এরপরই দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
 

দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জিটিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসের পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান তিনি।
 

দিল্লির কিছু এলাকায় শুক্রবার সন্ধ্যায় দমকা হাওয়া, ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টির প্রভাব পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বৈরী আবহাওয়া ভবন ধসের কারণ হতে পারে।
 

এর আগে, গত সপ্তাহে মধু বিহার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দু’জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। নির্মাণ নিরাপত্তা নিয়ে দিল্লিবাসীর উদ্বেগ বাড়ছে।