পুরুস্কার বিতরণের মাধ্যমে কুড়িগ্রামে শেষ হলো জাতীয় লোকনৃত্যের আসর

প্রকাশকালঃ ১২ মে ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ ৭৩৩ বার পঠিত
পুরুস্কার বিতরণের মাধ্যমে কুড়িগ্রামে শেষ হলো জাতীয় লোকনৃত্যের আসর

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমীর ২দিন ব্যাপী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা  “বাংলার বৈশাখ, বাংলার নাচ, বৈশাখে রং লাগাও প্রাণে” লোকনৃত্য আসর ।
 



জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ৮ বিভাগের বাঁছাই করা ৮০ জন প্রতিযোগী চুড়ান্ত পর্যায়ের আসরে অংশগ্রহণ করে। কুড়িগ্রাম শেখ রাসেল অডিটরিয়ামে আসরের উদ্বোধন করেন, বিশিষ্ট কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

 

শনিবার বিকেলে প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন  কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডাঃ হামিদুল হক খন্দকার। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ রওশন আরা বেগম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, দেশ বরেণ্য নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা, একুশে  ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সমাজসেবী এ্যাডভোকেট এস,এম আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।

 

পরে বিজয়ী শিশুরা নৃত্য পরিবেশন করে। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে রংপুর বিভাগের লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও মাধ্যমিক পর্যায়ে ঢাকা বিভাগের পলাশপুর বিদ্যা- নিকেতন চ্যাম্পিয়ন হয়েছে।

 

গত ২৪ এপ্রিল জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে সারাদেশের ৩০৫ টি বিদ্যালয়ের ১ হাজার ৫২৫ জন শিশু অংশগ্রহণ করে।