ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
কুমিল্লার লাকসাম উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—জিহাদ (৭) ও সাব্বির হোসেন মহিন (৯)। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি গ্রামে একটি মাছের ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জিহাদ গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ির মো. রুবেলের ছেলে এবং মহিন একই গ্রামের হাজী বাড়ির মো. আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৮ এপ্রিল) বিকেল থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার ও এলাকাবাসী। অবশেষে মঙ্গলবার ভোরে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, "ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় পৃথকভাবে দুটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে নিহতদের পরিবার।"
এই মর্মান্তিক ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।