প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ২০

প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩১ অপরাহ্ণ ১৯১ বার পঠিত
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ২০

রকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ২০তম পর্বে ইংরেজি বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন মো. আফজাল হোসেন।


১. The Bay of Bengal is __ the south of Bangladesh.
ক. at
খ. to
গ. in
ঘ. on

২. None but __ brave deserves ___ fair.
ক. the, a
খ. a, the
গ. the, the
ঘ. the, an

৩. A person who knows many languages is a—
ক. Linguist
খ. Linguistic
গ. Polygon
ঘ. Polyglot


৪. The epic focuses __ heroic deeds associated with war.
ক. along
খ. to
গ. on
ঘ. at

৫. When I was a kid I used to ___sports with my friends.
ক. play  
খ. playing
গ. played
ঘ. have played

৬. The Titanic – during its first voyage.
ক. drowned
খ. wreck
গ. sank
ঘ. lost


৭. ‘Cowards die many times before their death.’ this quotation from Shakespeare’s—
ক. Macbeth
খ. Julius Caesar
গ. Hamlet
ঘ. Othello  

৮. What is the antonym of the word ‘Commemorate’?
ক. Cooperate
খ. Cognizance
গ. Unrecognized
ঘ. Ignore

৯. ‘The man kicked the bucket’ means that he—
ক. was very angry
খ. excited
গ. died
ঘ. destroyed the bucket


১০. Do it yourself. What kind of pronoun ‘yourself’ is—
ক. demonstrative
খ. relative
গ. distributive
ঘ. reflexive

১১. Lots of people are allergic__ Prawn.
ক. from
খ. with
গ. in
ঘ. to


১২. Select the correctly spelled word.
ক. Cesation
খ. Cessation
গ. Cesassion
ঘ. Ceasation

১৩. What is the adjective of the word ‘Blood’?
ক. Blood
খ. Bloody
গ. Bloodshed
ঘ. Bleeding

১৪. The word ‘Paralyse’ is—
ক. verb
খ. noun
গ. adjective
ঘ. pronoun


১৫. There is no mother but loves her children. The sentence is—
ক. simple
খ. complex
গ. compound
ঘ. complex-compound

১৬. Giving is better than receiving. Here the ‘receiving’ is a/an—
ক. common noun
খ. adjective
গ. gerund
ঘ. present participle

১৭. He worked for an hour. (Make it passive)
ক. An hour was worked for by him.
খ. He was in the work an hour.
গ. An hour was passed by him in the work.
ঘ. An hour was spent by him in working.


১৮. A ‘Decade’ is the same as-
ক. twelve years
খ. ten years
গ. twenty years
ঘ. thirty years

১৯. Choose the correct sentence.
ক. One and a half hour is a long time.    
খ. One and  half hour is a long time.  
গ. One and a half hours is a long time.
ঘ. One and half hours is a long time.

২০. Identify the appropriate prefix to get opposite meaning of the word ‘sufficient’ ___
ক. im
খ. non
গ. und
ঘ. in

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২০-এর উত্তর
১. খ। ২. গ। ৩. ঘ। ৪. গ। ৫. ক। ৬. গ। ৭. খ । ৮. ঘ । ৯. গ । ১০. ঘ।
১১. ঘ। ১২. খ । ১৩. খ। ১৪. ক। ১৫. খ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. গ। ২০. ঘ।