মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৫ ০২:০৯ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
মাদারগঞ্জে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র‍্যালী 

মোঃ আলমগীর হোসাইন,জেলা প্রতিনিধি,জামালপুর:-

 


জামালপুরের মাদারগঞ্জে জাকের পার্টি'র জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। 

 



জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি শাজাহান আলী,  জাকের পার্টি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ জেলা,উপজেলা জাকের পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

 



জনসভা টি মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে ও জামালপুর জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি কাউসারুল আলম লালন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 
 

বক্তারা (মেলান্দহ-মাদারগঞ্জ) জামালপুর-৩ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থীকে  গোলাপ ফুল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। 


এ সময় জেলা,উপজেলা,পৌর জাকের পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।  জনসভা শেষে পবিত্র ফাতেহা পাঠসহ দোয়া করা হয়। 
 

পরে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে  বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে র‍্যালী করা হয়েছে।