গত আড়াই মাসে টিআইএন নেওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২১ লাখ
প্রকাশকালঃ
২৪ এপ্রিল ২০২৪ ০১:৪৫ অপরাহ্ণ ১৫৬ বার পঠিত
গত আড়াই মাসে প্রায় ২১ লাখ করদাতা কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন। এর মানে হল প্রতিদিন গড়ে ২৮ হাজার টিআইএন নেওয়া হচ্ছে। টিআইএন নেওয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পেছনে ৪৩ টি সেবার জন্য টিআইএন গ্রহণ ও রিটার্ন জমার বাধ্যবাধকতাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩ এপ্রিল) পর্যন্ত সারা দেশে টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৭৫ জন। আড়াই মাস আগেই গত ৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো টিআইএনধারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। ওই দিন শেষে টিআইএনধারীর সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৩ হাজার ৮৪৪ জন।
এনবিআরের হিসাবে দেখা গেছে, গত দুই মাস প্রতিদিন গড়ে ২৮ হাজার ১৭৮ জন টিআইএন নিয়েছেন। গত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসেও দৈনিক ১০-১২ হাজার টিআইএন ইস্যু হতো বলে এনবিআরের কর্মকর্তারা জানান। করযোগ্য আয় না থাকা সত্ত্বেও অনেকেই রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) ছাড়া বিভিন্ন সেবা পাচ্ছেন না বলে টিআইএন নিতে বাধ্য হচ্ছেন।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম মনে করেন ৪৩টি সেবার জন্য টিআইএন ও রিটার্ন বাধ্যতামূলক করার ফলে টিআইএন নেওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তাদের বিশ্বাস এই পদক্ষেপের মাধ্যমে করের আওতায় নতুন মানুষ আসবে এবং কর আদায় বৃদ্ধি পাবে।