 
                            
হিলি প্রতিনিধি:-
 
দিনাজপুরের হিলির খুচরা বাজারে তিন দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৪০ টাকা কমেছে। বর্তমানে দেশি ও ভারতীয় কাঁচা মরিচ কেজি প্রতি ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে তিন দিন আগেও দাম ছিল ১৬০ টাকা। খুচরা ব্যবসায়ীদের মতে, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং ভারত থেকে আমদানি বেড়ে যাওয়ায় সরবরাহ স্বাভাবিক হয়েছে, ফলে দাম কমতে শুরু করেছে।
 
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
 
বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতা আশরাফুল ইসলাম বলেন, “দেশের বাজারে অনেক নিত্যপণ্যের দাম বেড়েছে। এর মাঝে কাঁচা মরিচের দাম কিছুটা কমায় স্বস্তি মিলছে। যদি কেজি প্রতি ৫০ টাকায় পাওয়া যেত, তাহলে ক্রেতাদের জন্য আরও সুবিধা হতো। নিয়মিত বাজার তদারকি করা হলে সব নিত্যপণ্যের দামই নিয়ন্ত্রণে আসতে পারে।”
 
হিলির কাঁচা মরিচ বিক্রেতা ইসরাফিল হোসেন জানান, “এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হয়েছে। এখন তা নেমে এসেছে ১২০ টাকায়। দেশীয় মরিচের উৎপাদন বেশি হয়েছে, আবার ভারত থেকেও প্রচুর মরিচ আমদানি হচ্ছে। সরবরাহ বাড়ায় বাজারে দাম কমছে।”
 
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মাত্র তিন দিনে এই স্থলবন্দর দিয়ে ১৩ ট্রাকে ১৩২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
 
                                                
                                                