সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি উদ্দেশ্যপ্রণোদিত: নুরুল হক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ০৬:০০ অপরাহ্ণ   |   ১২২ বার পঠিত
সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি উদ্দেশ্যপ্রণোদিত: নুরুল হক

বরিশাল ব্যুরো

 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত ও সুপরিকল্পিত। তিনি বলেন, ‘ছাত্রনেতারা স্বতঃস্ফূর্তভাবে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, কিন্তু সেনাপ্রধান তাদের ডাকার কোনো উদ্যোগ নেননি। তাকে নতুন করে বিতর্কিত করা এবং সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তৈরির প্রচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত। এর পেছনে একটি সুগভীর ষড়যন্ত্র রয়েছে, যা অবশ্যই উন্মোচন করা দরকার।’


আজ সোমবার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

 

সাবেক ডাকসু ভিপি নুর আরও বলেন, নাগরিক পার্টির সারজিস ও হাসনাতের পরস্পরবিরোধী বক্তব্য জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। হাসনাত দাবি করেছেন, সেনাবাহিনী ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। অন্যদিকে, সারজিস বলেছেন, সেনাপ্রধান এমন কোনো বক্তব্য দেননি। এতে বোঝা যায়, তাদের মধ্যে একজন মিথ্যা বলছেন। নাগরিক পার্টিরই উচিত এই বিষয়ের সুষ্ঠু তদন্ত করে সত্য উদ্ঘাটন করা।’

 

নুরুল হক নুর বলেন, ‘সেনাবাহিনীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। সেনাবাহিনী বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে। সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও ৪ আগস্ট তিনি প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। যেখানে পুলিশ-প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, সেখানে সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে। তাই সেনাবাহিনীকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

 

এই কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।