গণসংযোগকালে আসলাম চৌধুরী: “ভাটিয়ারীর সন্তান হিসেবে আমরণ আপনাদের পাশে থাকতে চাই”

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ০৬:২১ অপরাহ্ণ   |   ৪৮ বার পঠিত
গণসংযোগকালে আসলাম চৌধুরী: “ভাটিয়ারীর সন্তান হিসেবে আমরণ আপনাদের পাশে থাকতে চাই”

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ


 

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, তিনি ভাটিয়ারীর সন্তান এবং এই এলাকার মানুষের সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান। তিনি বলেন, ভাটিয়ারীর আলো-বাতাসেই তাঁর বেড়ে ওঠা। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও তিনি এলাকা ছেড়ে শহরমুখী হননি।

 


 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
 

আসলাম চৌধুরী আরও বলেন, ভাটিয়ারীসহ সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তা শোধ করার মতো নয়। তবে নির্বাচিত হলে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। এলাকার সন্তান হিসেবে এখানকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তিনি অবগত উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করা তাঁর জন্য কঠিন হবে না, ইনশাল্লাহ।

 


 

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল আনোয়ার, ইমরোজ সেলিম মিনু, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবউদ্দিন, ফিরোজুল আলম, কামাল উদ্দিন সওদাগর, ইকবাল হোসেন, কায়ছারুল আলম, ফরিদুল আলম, রমজান আলী মেম্বার, সেলিম উদ্দিন মাহমুদ, রবিউল হক রবি, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মো. কায়ছার, মুসলিম উদ্দিন রাজা, লিয়াকত চৌধুরী জুয়েল, অছি উদ্দিন, মছিউদ্দৌলা, জানে আলম, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, হারুন, কামাল, শাওন, শাহিদ, এয়াকুব আলী বাবুল, শওকত আলী, কলি মেম্বার, আলাউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 

এদিকে একই দিন বিকেলে আসলাম চৌধুরী সীতাকুণ্ড পৌর সদরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।