কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-
সীতাকুণ্ডের তথা এতদঞ্চলের আধুনিক ল্যাব জগতের পথিকৃত "ল্যাব সিটি" সমবায় মার্কেট থেকে আধুনিক মার্কেট সিকিউর সিটি শপিং Complex এ স্থানান্তর কাজের শুভ উদ্ভোদন করা হয়। আজ ১৮ আগষ্ট সকল ১০ টায়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ল্যাব সিটির এমডি সাবেক কাউন্সিলর রায়হান উদ্দীন রেহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা নুরুল কবির,সিকিউরিটির পরিচালক আক্তার হোসেন,রাজনীতিবিদ আবুল হোসেন,সাবেক এমডি মীর হোসেন,সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আনোয়ার হোসেন,সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন, বাজার কমিটির সাবেক ও বর্তমান অর্থ সম্পাদক যথাক্রমে কামাল উদ্দিন ও হেলাল উদ্দিন সহ বাজারের গণ্য মান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।
কাজের উদ্ভোধন মোনাজাতের শেষে মিষ্টি বিতরণ করা হয়।
এমডি রায়হান উদ্দিন বলেন, রোগীরা ভাল চিকিৎসা, ভাল পরিক্ষা নিয়ে বেশ চিন্তিত।রোগীর স্বজনরা কোথায় গেলে হয়রানী মুক্ত চিকিৎসা,পরিক্ষা করাবেন কোথায় গেলে প্রতারণা থেকে রেহায় পাবেন,তাঁর রোগীকে দ্রূত সুস্হ করে তোলবেন এনিয়ে বেশ হতাশা দেখা যায়।আমরা ল্যাব সিটি প্রতিজ্ঞা করছি খুব দ্রুত বিশেষ ছাঁড় মূল্যে দক্ষ প্রশিক্ষক দাঁড়া পরিক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারের সেবা দানে আমরা ওয়াদা বদ্ধ। বিশেষজ্ঞ ডাক্তার দাঁড়া চিকিৎসা রোগীর আস্হা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।