স্পোর্টস ডেস্ক:-
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আসুন দেখে নেওয়া যাক, এখন পর্যন্ত প্রতিটি আসরের চ্যাম্পিয়ন কারা।
২০২৫ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটি চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে।
ফরচুন বরিশাল ২০২৪ সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল, অর্থাৎ এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা। এর আগে, ২০২৩ ও ২০২২ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস বাজিমাত করে। তারা ফাইনালে খুলনা টাইগার্সকে হারিয়ে শিরোপা জেতে। ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যারা ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল।
২০১৭ সালে রংপুর রাইডার্স প্রথমবারের মতো শিরোপা জেতে, ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ঢাকা ডায়নামাইটস। ২০১৬ সালের চ্যাম্পিয়ন ছিল ঢাকা ডায়নামাইটস, তারা হারিয়েছিল রাজশাহী কিংসকে।
২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে বরিশাল বুলসকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। বিপিএলের প্রথম দুই আসরে (২০১২ ও ২০১৩) ঢাকা গ্লাডিয়েটরস চ্যাম্পিয়ন হয়েছিল।
সাল | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
---|---|---|
২০২৫ | ফরচুন বরিশাল | চিটাগং কিংস |
২০২৪ | ফরচুন বরিশাল | কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
২০২৩ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | সিলেট স্ট্রাইকার্স |
২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ফরচুন বরিশাল |
২০১৯ | রাজশাহী রয়্যালস | খুলনা টাইগার্স |
২০১৮ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ঢাকা ডায়নামাইটস |
২০১৭ | রংপুর রাইডার্স | ঢাকা ডায়নামাইটস |
২০১৬ | ঢাকা ডায়নামাইটস | রাজশাহী কিংস |
২০১৫ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | বরিশাল বুলস |
২০১৩ | ঢাকা গ্লাডিয়েটরস | চিটাগং কিংস |
২০১২ | ঢাকা গ্লাডিয়েটরস | বরিশাল বার্নাস |
বিপিএলের আসরগুলোর ইতিহাসে ঢাকা গ্লাডিয়েটরস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ও ফরচুন বরিশাল অন্যতম সফল দল, যারা একাধিকবার শিরোপা জিতেছে। সামনের আসরগুলোতে কোন দল চ্যাম্পিয়ন হয়, সেটাই দেখার বিষয়!