কুমেক হাসপাতালের পঞ্চম তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৫ ০২:০৭ অপরাহ্ণ   |   ৯৮ বার পঠিত
কুমেক হাসপাতালের পঞ্চম তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) সার্জারি বিভাগের পঞ্চম তলার বারান্দার বেড থেকে নিচে পড়ে গনি মিয়া (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি জেলার আদর্শ সদর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
 

ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে।
 

গনি মিয়ার স্ত্রী কোহিনুর বেগম জানান, হাতের সমস্যার কারণে এক সপ্তাহ আগে স্বামীকে হাসপাতালে ভর্তি করান। অপারেশনের পর হাসপাতালের নির্ধারিত ওয়ার্ডে বেড না পাওয়ায় সার্জারি বিভাগের কর্মচারী (জমাদার) বিল্লাল হোসেনকে ৫০০ টাকা দিলে বারান্দায় দেয়ালের পাশে সিট দেওয়া হয়, যেখানে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। রাতে হেলান দিতে গিয়ে তার স্বামী নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
 

নিচতলায় থাকা হাসপাতালের কর্মচারীরা জানান, রাতের গভীরে বিকট শব্দ শুনে তারা ছুটে যান এবং গনি মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বারান্দার বেডটি সরিয়ে নেয় এবং অভিযুক্ত কর্মচারী বিল্লাল হোসেন পালিয়ে যান।
 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তারা বিষয়টি শুনেছেন, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।
 

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহজাহান বলেন, কুমেক হাসপাতালের ধারণক্ষমতা ৫০০ শয্যা হলেও প্রতিদিন দ্বিগুণ রোগী ভর্তি থাকেন, ফলে বারান্দা ও ফ্লোরেও অতিরিক্ত বেড দিতে হয়। তবে রোগীর এ ধরনের দুর্ঘটনাজনিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বারান্দার নিরাপত্তা জোরদার করা হবে। একই সঙ্গে কর্মচারী বিল্লাল হোসেনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।