কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্রগ্রামঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম–৪ সংসদীয় আসনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আসর সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন চট্টগ্রাম–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে আল্লাহর রহমত কামনা করেন।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিনের সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা বিএনপির সদস্য ও সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুদ্দিন জাহাঙ্গীর, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এম আর চৌধুরী মিল্টন এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক। তার মুক্তি ও সুস্থতা দেশবাসীর প্রত্যাশা। তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং আগস্ট বিপ্লবের শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত জনসাধারণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।