অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার জব্দ করা হয়। এনবিআর সূত্র জানিয়েছে, এই লকার দুটি শেখ হাসিনার নামে খোলা।
 

এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহত্তর তদন্তের স্বার্থে লকার ও হিসাব জব্দ করা হয়েছে। লকারগুলোতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর ভেতরে কী রয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
 

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার আরেকটি লকারও জব্দ করেছিল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।
 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।