অভিনেতা আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৩:১০ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
অভিনেতা আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী

ঢাকার বিনোদন অঙ্গনের আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা এই কিংবদন্তি অভিনেতা বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য দেশে আসেন তিনি।
 

সম্প্রতি এক সপ্তাহের সফরে ঢাকায় আসেন আহমেদ শরীফ। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আলাপকালে তিনি জানান, “আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিনের মধ্যেই ফিরে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটি প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।”
 

তিনি আরও বলেন, “সবার সঙ্গে আলোচনা করছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করা হয়নি। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করি।”
 

উল্লেখ্য, আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ৮০০টির বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা খল চরিত্রে বিশেষভাবে সফল হলেও ভিন্নধর্মী চরিত্রেও দর্শকের প্রশংসা অর্জন করেছেন।