ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৫ ০২:২৭ অপরাহ্ণ   |   ২৫৫ বার পঠিত
ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

ঢাকা প্রেস নিউজ

 

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত ১৯টি দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
 

বৈঠকে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।