ঢাকা প্রেস নিউজ
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত ১৯টি দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
বৈঠকে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।