 
                            
আরিফুজ্জামান (সাগর):-
 
রাজধানীর মিরপুরে চীনা নাগরিক Ren Jie-এর ছিনতাই হওয়া ডলার ও ওয়ালেট উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
 
আজ (৩১ আগস্ট ২০২৫) উদ্ধারকৃত টাকা আনুষ্ঠানিকভাবে ওই চীনা নাগরিকের কাছে হস্তান্তর করা হয়।
 
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট মিরপুর-১০ এলাকায় Ren Jie-এর ওয়ালেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বন্ধু বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযোগের পরই থানার একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে।
 
ফুটেজে শনাক্ত হওয়া সাব্বির নামে এক যুবককে গ্রেফতারের জন্য রূপনগরের চলন্তিকা বস্তিতে অভিযান চালায় পুলিশ। তাকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় ভুক্তভোগীর ডলার ও ওয়ালেট উদ্ধার করা সম্ভব হয়।
 
হাতের নাগালে টাকা ও ওয়ালেট ফিরে পেয়ে ভুক্তভোগী Ren Jie বাংলাদেশ পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।
 
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন,
“ভিনদেশি নাগরিক নয়, সকল ভুক্তভোগীর অভিযোগকেই গুরুত্ব দিয়েই পুলিশ কাজ করে থাকে। অপরাধী যেই হোক না কেন, চোর-ছিনতাইকারীসহ সকল অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
 
                                                
                                                 
                                                
                                                