ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ জন

প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০২:৫২ অপরাহ্ণ ০ বার পঠিত
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ জন

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়ার এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
 

নিহতদের মধ্যে রয়েছেন—অটোরিকশাচালক মনিরুল মান্নান (ছৈয়দ আলমের ছেলে, ধনিয়াকাটা, পেকুয়া), চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা ফিরোজ, তার স্ত্রী শারমিন এবং তাদের ছোট সন্তান। পঞ্চম নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
 

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে, যা তাৎক্ষণিকভাবে ৫ জনের প্রাণহানির কারণ হয়। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত উভয় যানবাহন জব্দ করা হয়েছে।