সাকিবের পাশে দাঁড়ালেন সতীর্থরা

প্রকাশকালঃ ২৬ আগu ২০২৪ ০৬:০৪ অপরাহ্ণ ৩০৮ বার পঠিত
সাকিবের পাশে দাঁড়ালেন সতীর্থরা

ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এরই মধ্যে সংসদ বিলুপ্ত হয়ে গেছে। আর তাতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় সংসদ সদস্যের পদও খোয়া গেছে সাকিবের।

 

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে দেশসেরা এই ক্রিকেটারকে। তাকে দেশে ফেরাতে বিসিবিকে দেয়া হয়েছে লিগ্যাল নোটিশও। 

 

সাকিব ২২ গজে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে রেকর্ড গড়ার সঙ্গে দলের জয়েও অবদান রেখেছেন। এবার তার হয়ে মুখ খুলতে শুরু করেছেন সতীর্থরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিবের মামলাটিকে অপ্রত্যাশিত বলেছেন। তাকে দেশের সম্পদ দাবি করে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন টাইগার দলপতি।

 

দীর্ঘ ১৮ বছর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো সাকিবের নামে দেয়া মামলাটিকে প্রশ্নবিদ্ধ ও মিথ্যা বলে অভিহিত করেছেন আরেক সতীর্থ মুমিনুল হক। এমন মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে বলেও দাবি করেন তিনি।

সাকিবের মামলা নিয়ে প্রথম দিন থেকেই সরব পেসার শরিফুল ইসলাম।

সাকিবকে হত্যা মামলার আসামি করায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই। এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমানরা মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছেন।