অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনের ইন্তেকাল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ ডিসেম্বর ২০২৫ ০৩:১৮ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনের ইন্তেকাল

ময়মনসিংহ প্রতিনিধি: 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ২নং বারবাড়ীয়া ইউনিয়নের চিলাকান্দা গ্রামের বাসিন্দা এবং বখুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন মাষ্টার (৬৪) ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল (পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৬টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা (মেডিকেল শিক্ষার্থী), এক পুত্র (অনার্সে অধ্যয়নরত), ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার বিকাল ৪টায় চিলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।