অনলাইন ডেস্ক:-
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক ফুড মার্কেটে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন। এই ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন।
সোমবার (স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে) রাজধানীর চাতুচাক এলাকায় অবস্থিত ‘ওর তো কো’ নামের বিখ্যাত মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। তাজা ফল ও সামুদ্রিক খাবারের জন্য পরিচিত এই বাজারে হঠাৎই শুরু হয় গুলির শব্দে আতঙ্ক।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার।
পুলিশের তথ্যমতে, হামলার পর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন। তার মরদেহ মার্কেটের ভেতরের একটি বেঞ্চে পাওয়া যায়। তিনি কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস পরেছিলেন। তার পাশে থাকা ব্যাগ থেকে একটি জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়, যাতে তার নাম নোই প্রাইডেন (৬১) লেখা ছিল। তিনি নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারী দৌড়ে প্রত্যক্ষদর্শীদের দিকে এগিয়ে যাচ্ছেন, আর নিরাপত্তাকর্মীদের নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হামলার উদ্দেশ্য উদঘাটনে কাজ করছে।