চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ণ   |   ৩২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। শুরুতেই তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের সমাজের দর্পণ ও দূরদর্শী হিসেবে উল্লেখ করে বলেন, “দেশের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমালোচনা একটি শিল্প, তাই সঠিকভাবে ও গঠনমূলক সমালোচনা করা উচিত।” তিনি প্রশাসন এবং গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস সিহানুক শান্ত, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মহানন্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক নাসিম এবং আরও অনেকে।
 

সাংবাদিকরা আলোচনায় জেলার মাদক সমস্যা, সীমান্তে চোরাচালান, কিশোর গ্যাং নির্মূল, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয় তুলে ধরেন। পাশাপাশি আম রপ্তানি ও আম ব্যবসায়ীদের সমস্যা সমাধানের বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
 

সভা শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের প্রতি সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।