নির্বাচন ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ড. ইউনূসের বক্তব্য

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ আগu ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
নির্বাচন ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ড. ইউনূসের বক্তব্য

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
 

১৩ আগস্ট সিঙ্গাপুরভিত্তিক সিএনএ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস নির্বাচন, সংস্কার ও আঞ্চলিক কূটনীতি নিয়ে বিস্তারিত মতামত দেন।
 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি মূল অঙ্গীকার—সংস্কার, বিচার ও নির্বাচন। প্রথমে সংস্কার ও বিচার নিশ্চিত না করে সরাসরি নির্বাচন করলে দেশের পুরনো সমস্যাগুলো আবার ফিরে আসবে। তার মতে, গত ১৫ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত, তাই একটি “সুন্দর, অংশগ্রহণমূলক, মেলার মতো নির্বাচন” আয়োজনই তার প্রধান লক্ষ্য।
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তিনি পুনরায় জানান, তাকে ফেরত পাঠাতে ভারতকে চাপ দেওয়া হবে না, তবে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগও দেওয়া হবে না। ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সমানভাবে ভালো সম্পর্ক গড়ার পক্ষে মত দেন তিনি এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকেও যুক্ত করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন।
 

দায়িত্ব গ্রহণের শুরুর স্মৃতিচারণায় ড. ইউনূস বলেন, প্রাথমিকভাবে তিনি দায়িত্ব নিতে রাজি ছিলেন না। কিন্তু ছাত্র-জনতার ত্যাগ ও অনুরোধ তাকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করে। তার ভাষায়, “তাদের এত ত্যাগের পর আমারও কিছু করা উচিত ছিল।”