ফেসবুকের স্বত্বাধিকারী মেটাকে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবহারকারীদের তথ্য স্থানান্তরের সময় ভুল ব্যবস্থাপনার কারণে এই জরিমানা করা হয়েছে।
বিবিসি জানায়, আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন কর্তৃক জারি করা এই জরিমানা, ইউরোপী ইউনিয়নের ‘সাধারণ ডেটা সুরক্ষা নিয়ন্ত্রণ আইন (জিডিপিআর) এর অধীনে করা সবথেকে বড় জরিমানা।
জিডিপিআর এর নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলোকে ব্যক্তিগত তথ্য ব্যবহার করার আগে ব্যবহারকারীদের সম্মতি নিতে হবে।
এই সিদ্ধান্তের মূল বিষয় হলো, ইইউ থেকে যুক্তরাষ্ট্রে ডেটা স্থানান্তর করার জন্য ‘স্ট্যান্ডার্ড চুক্তিমূলক ধারা (এসসিসি)’ ব্যবহার করা। এতে ইউরোপের বাইরে ডেটা স্থানান্তরিত করার সময় ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখা নিশ্চিত করতে যথেষ্ট ব্যবস্থা রয়েছে।
উদ্বেগ রয়েছে, এই ডেটা যুক্তরাষ্ট্রের দুর্বল আইনের কারণে ইউরোপীয়দের পরিচয় উন্মুক্ত করে দিবে এবং মার্কিন গোয়েন্দারা ডেটাগুলো নিজেদের প্রয়োজনে করতে পারে।অন্যদিকে মেটা জানিয়েছে, এটি অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়। তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে।