কনসার্টের টিকিট শেষ অনুব জৈনের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ মে ২০২৩ ০২:৩৮ অপরাহ্ণ   |   ৩১৬ বার পঠিত
কনসার্টের টিকিট শেষ অনুব জৈনের

হালের আলোচিত ভারতীয় তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈনের ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্টের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা। এক সপ্তাহের ব্যবধানে কনসার্টের সব টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস।

আগামী ১ জুন ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুব জৈনের গাওয়ার কথা রয়েছে। কনসার্টে তিনি ছাড়াও বাংলাদেশের তাহসান, প্রীতম হাসান ও জেফার থাকবেন।

এডভেন্টর কমিউনিকেশনসের ব্যবস্থাপক (করপোরেট সেলস) মাহিন রহমান আজ বুধবার প্রথম আলোকে জানান, আজ টিকিট বিক্রি শেষ হয়েছে, এখন আর টিকিট কেনার সুযোগ নেই।