বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা হল ত্যাগের নির্দেশসহ তাদের দেওয়া ৬ দফা আল্টিমেটামের কোনো সাড়া না পাওয়ায় রেলপথ অবরোধ করেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি, পশুপালন অনুষদের এএইচ এম হিমেল, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুইটার মধ্যে আল্টিমেটামের জবাব দেওয়ার আহ্বান জানান। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না আসায় বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা জব্বারের মোড় রেলপথ অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা দাবি করেছেন, উপাচার্য অধ্যাপক ড. একেএম ফজলুল হক ভূঁইয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ হল ছাড়ার নির্দেশ প্রত্যাহার, হলগুলোতে সকল সুবিধা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, হামলার ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে চালু করার মতো ৬ দফা বাস্তবায়ন করতে হবে।
পশুপালন অনুষদের শিক্ষার্থী মাহফুজুর রহমান জানান, যৌক্তিক দাবিতে আন্দোলন চালানো হচ্ছে। প্রশাসন দাবি মেনে নিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, অবরোধের কারণে ঢাকার দিকে যাওয়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ময়মনসিংহ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ফাতেমানগর স্টেশনে আটক আছে।