উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটিনা রেল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরটির বয়স আনুমানিক ১৪–১৫ বছর।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, কিশোরটি রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠে এবং ঢাকার উদ্দেশে রওনা দেয়। ট্রেনটি উল্লাপাড়ার ঘাটিনা রেল সেতু অতিক্রম করার সময় সেতুর গার্ডারে ধাক্কা লেগে কিশোরটি নিচে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উল্লাপাড়ার কাওয়াক ২৫ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি জানান, মৃত কিশোরের পরিচয় এখনও জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।