বিদ্যালয়ে অনুপস্থিত ১৪৩ শিক্ষক-কর্মচারীকে ৫ দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশকালঃ
৩১ আগu ২০২৩ ০১:৪৯ অপরাহ্ণ ১৮৩ বার পঠিত
অনুমোদন ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৩ জন শিক্ষক-কর্মচারী। অনুপস্থিতির কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ৫ দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাউশি।
আজ বুধবার মাউশির বেসরকারি বিদ্যালয় বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির আওতায় মাউশির মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা নিয়মিত ঝটিকা পরিদর্শন পরিচালনা করেন।
পরিদর্শন শেষে প্রতিবেদন আকারে তা মাউশির পর্যবেক্ষণ ও মূল্যায়ন শাখা থেকে মাধ্যমিক শাখায় পাঠানো হয়। জুলাই মাসের পরিদর্শন প্রতিবেদনে ১৪৩ শিক্ষক-কর্মচারীর অনুমোদনহীনভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি দেখা যায়।
আদেশে আরো বলা হয়, প্রতিবেদনের আলোকে পরিদর্শনকালীন অনুমোদনহীনভাবে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়ে সুস্পষ্ট কারণ আগামী ৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে দাখিল করার অনুরোধ করা হলো।