মোহাম্মদপুরে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৩:২২ অপরাহ্ণ   |   ৮৫৪ বার পঠিত
মোহাম্মদপুরে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের কাছে মান্নান হোসেন শাহীন নামে ওয়ার্ড বিএনপির সভাপতির কার্যালয়ে এই হামলা চালানো হয়। হামলায় মান্নানের পাশাপাশি একই ওয়ার্ডের লাউতলা ইউনিটের নেতা মো. রিয়াজও আহত হন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের স্থানীয় সন্ত্রাসীরা হেলমেট পরে হামলা চালিয়ে মান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মান্নানের অবস্থা আশঙ্কাজনক।
 

উল্লেখ্য, গত কয়েক দিনে মোহাম্মদপুর এলাকায় একাধিক হত্যা এবং হামলার ঘটনা ঘটেছে। এই ধারাবাহিক হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।