নাটোরে নির্বাচনী মিছিলে মানবিক নজির: মানসিক ভারসাম্যহীন যুবককে আগলে রাখলেন জামায়াত প্রার্থী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৮:১৭ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
নাটোরে নির্বাচনী মিছিলে মানবিক নজির: মানসিক ভারসাম্যহীন যুবককে আগলে রাখলেন জামায়াত প্রার্থী

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্বাচনী মিছিলের সময় মানবিক দৃশ্যের জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

 


 

বিকেলে বনপাড়া বাজারে অনুষ্ঠিত দাঁড়িপাল্লা প্রতীকের মিছিলে হঠাৎ মিছিলের মধ্যে প্রবেশ করেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। মাওলানা আব্দুল হাকিম তার কাঁধে হাত রেখে যুবকটিকে সঙ্গে নিয়ে মিছিল চালিয়ে যান।

 


 

উক্ত সময় প্রার্থী যুবকের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং তাকে নিরাপদে রাখার দায়িত্ব নেন। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এই মানবিক আচরণ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
 

স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মসূচির মাঝে এমন মানবিক উদাহরণ বিরল দেখা যায়। ঘটনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।