দক্ষিণ হালিশহরে মহান বিজয় দিবস উদযাপন: ফুটবল ও সাহিত্যমঞ্চের যৌথ কর্মসূচি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০২:৩৩ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
দক্ষিণ হালিশহরে মহান বিজয় দিবস উদযাপন: ফুটবল ও সাহিত্যমঞ্চের যৌথ কর্মসূচি

নিজস্ব বার্তা (চট্টগ্রাম):

 

চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর (নিজস্ব বার্তা) – স্বাধীনতার ৫৪ বছর পূর্তির দিনে নগরীর দক্ষিণ হালিশহরে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজন করছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি এবং আলোর পথে যুব সাহিত্য ফোরাম।
 

যৌথ উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ৮টায় দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ৮:১৫ মিনিটে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ৮:৩০ মিনিটে পথসভা, এবং ৯টায় মুক্তিযুদ্ধের সংগঠকদের সৌজন্য সাক্ষাৎ করা হবে।
 

বিকেল ৩টায় শুরু হবে প্রদর্শনী ফুটবল ম্যাচ এবং প্রাক্তন ফুটবলার ও ক্রীড়াবিদদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৩:৩০ মিনিটে অ-১৫ ও অ-১৭ দলগুলোর মধ্যে প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার শেষে সেরা দুই খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হবে এবং সংগঠকদের গুণীজনদের সংবর্ধনা জানানো হবে।
 

বিজয় দিবস উদযাপন কমিটির সমন্বয়ক, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংশ্লিষ্টদের যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।