মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: একদিনে গ্রেপ্তার ২০

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মে ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ণ   |   ৯৫ বার পঠিত
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: একদিনে গ্রেপ্তার ২০

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, সোমবার (৫ মে) দিনভর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৬ মে) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) এবং জামাল (২৪)।
 

এসি মেহেদী হাসান আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির দায়ের করা মামলায় ৬ জন, প্রতারণার মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং চুরির মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।