টঙ্গীতে শেষবারের মতো ইজতেমার অনুমতি পেল সাদপন্থিরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
টঙ্গীতে শেষবারের মতো ইজতেমার অনুমতি পেল সাদপন্থিরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-

 

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শর্তসাপেক্ষে শেষবারের মতো বিশ্ব ইজতেমার অনুমতি পেয়েছেন মাওলানা সাদপন্থিরা। তাদের ইজতেমা আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
 

উপসচিব আবু সাঈদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টঙ্গী ইজতেমা ময়দানে আগামী বছর থেকে ইজতেমা ও তাবলিগের কার্যক্রম না করার শর্তে, এ বছর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
 

ইজতেমা-২০২৫ বাস্তবায়নে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:

১, তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করবেন এবং ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

২, মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে, আগামী বছর থেকে তারা টঙ্গী ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা বা তাবলিগের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

৩, আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।
 

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, বুধবার প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা মাঠ পুলিশের নিয়ন্ত্রণে যাবে এবং শুক্রবারও পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) মাওলানা সাদের অনুসারীদের কাছে ময়দান বুঝিয়ে দেওয়া হবে।
 

নিরাপত্তার বিষয়ে তিনি জানান, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এবারের ইজতেমায় মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক রাখা হবে। পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পেট্রোল টিম, মোবাইল টিম ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। এছাড়া, সাদা পোশাকে পুলিশ সদস্যরাও মাঠের ভেতরে দায়িত্ব পালন করছেন।