ঢাকা প্রেস নিউজ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে টোল প্লাজা বন্ধ হয়ে যাওয়ায় গাড়িগুলো বিনা টোলে চলাচল করছে।
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি টোল প্লাজায় আগুন ধরে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে টোল প্লাজাগুলো খুলে ফেলা হলেও সেখানে কোনো কর্মচারী না থাকায় গাড়িগুলো বিনা বাধায় এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে।
বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করে যানবাহনগুলো এক্সপ্রেসওয়েতে উঠছে। যদিও টোল প্লাজার কিছু চেক পয়েন্ট খোলা থাকলেও কোনো কর্মচারী না থাকায় টোল আদায় করা সম্ভব হচ্ছে না।
এর আগেও কয়েকদিন ধরে এক্সপ্রেসওয়েতে অনিয়মিতভাবে যান চলাচল করেছে, এমনকি মোটরসাইকেল ও অটোরিকশাও চলাচল করেছে। তবে শুক্রবার থেকে এই ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।