অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই আজ বৃহস্পতিবার (৬ জুন) ওমানের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। ওমানকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে অজিরা। সেই ম্যাচের একাদশে ছিলেন না সদ্যই আইপিএলের ফাইনাল খেলে আসা প্যাট কামিন্স।
কিছুদিন আগেই আইপিএল ফাইনাল খেলা প্যাট কামিন্সকে বিশ্রামে রাখা হয় এই ম্যাচে।
ওমানের বিপক্ষে বিশ্রামে রাখা হলেও মাঠে টুয়েলভ ম্যান হিসেবে ছিলেন কামিন্স। ড্রিঙ্কস বিরতিতে হ্যাজেলউড, জাম্পাদের জন্য মাঠে পানি নিয়ে এসেছেন। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে হয়তো মাঠে ফিরবেন কামিন্স।
কামিন্সের মতো একজন খেলোয়ার সতীর্থদের জন্য পানি নিয়ে আসা এটা দেখা সত্তিই খুব সুন্দর একটি বিষয়।
এদিকে ওমানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। শুরুতে কিছুটা চাপে পড়লেও, স্টয়নিস ও ওয়ার্নারের জোড়া অর্ধশতকে ১৬৪ রানের পুঁজি পায় অজিরা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার খেলে ৯ উইকেটে ১২৫ রানে থামে ওমানের ইনিংস।