খুলনা মহানগরীর লবণচরায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সবুজ পল্লি এলাকার ৪ নম্বর কাশেম সড়কে।
নিহত গৃহবধূ ডলি বেগম (৪৫) এবং আটক স্বামী মো. নাজমুল হাসান মোল্লা (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্বামী নাজমুল হাসান মোল্লা ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় ডলিকে দেখতে পান। ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরার পর গাছের সঙ্গে বাঁধে এবং পুলিশকে খবর দেয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, “পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করেছে নাজমুল হাসান মোল্লা। তাকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”