আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পাওলো দিবালা। সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের মার্চে। শেষ মুহূর্তে হঠাৎ করেই সুযোগ পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে।
কোপা আমেরিকার ফাইনালে হঠাৎই গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। এখনো প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা হয়নি আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের। মেসি চোট থেকে সেরে না ওঠায় দিবালার স্কোয়াডে অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ কারণ বলে মানছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।
নতুন মৌসুমে রোমার জার্সিতে দুই ম্যাচ খেলেই স্কালোনির নজর কেড়েছেন দিবালা। এর মাঝে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে আর্জেন্টিনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি দেখায় যে তিনি দেশের জন্য খেলতে কতটা আগ্রহী।
পাওলো দিবালা বলেন, আর্জেন্টিনা দলে আমি ফিরতে চেয়েছি। সৌদির প্রস্তাব ফিরিয়ে দেয়ার জন্য অনেক কিছু বিবেচনা করেছি।
দিবালার আর্জেন্টিনার আক্রমণভাগকে শক্তিশালী করবেন এবং দলকে বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবেন এই আশাটুকু করতেই পারে আর্জেন্টাইন ফুটবল প্রেমীরা।