ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
কুষ্টিয়ায় গড়াই নদ খনন প্রকল্প দুষ্কৃতিকারীদের হুমকির কারণে বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও দুই দিন পেরিয়ে গেলেও কোনো সমাধান মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে খনন কাজ বন্ধ থাকলে সুন্দরবন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীববৈচিত্র্য বিপদের মুখে পড়তে পারে।
সোমবার (১৩ জানুয়ারি) কুষ্টিয়া মডেল থানায় পানি উন্নয়ন বোর্ডের একজন ড্রেজার কর্মকর্তা এই অভিযোগ দায়ের করেন। এর আগে, রোববার রাতে দুষ্কৃতিকারীরা খনন কাজ পরিচালনাকারী কর্মকর্তাদের হুমকি দেয়।
গড়াই নদ সম্পর্কে জানা যায়, এটি প্রমত্তা পদ্মার প্রধান শাখা নদী। মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর এবং খুলনা হয়ে এই নদী সুন্দরবনে মিশেছে। ঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাংলাদেশকে রক্ষা করার প্রাকৃতিক ঢাল সুন্দরবন রক্ষায় গড়াই নদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লবণাক্ততা রোধে মিঠা পানির সরবরাহ নিশ্চিত করতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে গড়াই নদীর পানি প্রবাহ ধরে রাখা জরুরি। এ জন্য কুষ্টিয়ার তালবাড়িয়া থেকে খোকসা পর্যন্ত সাড়ে ৩৫ কিলোমিটার এলাকায় খনন কাজ চালিয়ে যাচ্ছে সরকার।
পানি উন্নয়ন বোর্ডের অধীনে গড়াই নদী রক্ষায় এই প্রকল্পটি শুরু হয় এক যুগ আগে। ১১০ কোটি টাকা ব্যয়ে বর্তমান প্রকল্পটি ২০১৮ সালে শুরু হয়ে চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে গত ৩ জানুয়ারি কাজ শুরু করার সব প্রস্তুতি শেষ হলেও ১২ জানুয়ারি রাতে মুখোশধারী দুষ্কৃতিকারীরা নদীতে ড্রেজারের কাছে এসে কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়। এর ফলে খনন কাজ বন্ধ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভেড়ামারা ড্রেজার অপারেশন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস জানান, জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে তারা দ্রুত পদক্ষেপ চান।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, "হুমকির অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের তদারকি করা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"